Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, মাদকসহ চারজনকে আটক করার তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কাজুরগাঁও এবং আলামিন বাজারে অভিযান চালিয়ে এঁদের আটক করা হয়। আজ সকালে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটকরা হলেন কোলাপাড়া ইউনিয়নের কাজুরগাঁও এলাকার আলামিন (৩৩), বাঘড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার মনির হোসেন (৩৫) ও আজিবর (৩৮)।
বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ র্যাব-১১-এর সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, মধ্যরাতে কোলাপাড়া ইউনিয়নের কাজুরগাঁও এলাকার কালা স্বপনের (৩৫) বাড়িতে অভিযান চালায় র্যাব-১১-এর সিপিসি-১। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আলামিনকে আটক করা হয়। এ ছাড়া অস্ত্র বেচাকেনার চার লাখ ৬৪ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, উপজেলার আলামিন বাজার থেকে ৬৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মনির ও আজিবরকে আটক করা হয়। তাঁদের থেকে মাদক বিক্রির এক লাখ ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।