মেক্সিকোতে যাত্রীবাহী একটি বাস ৩০০ ফুট গভীর খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। রবিবার গুয়াতেমালা সীমান্তের কাছে দেশটির দক্ষিণে পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
এক বিবৃতিতে চিয়াপাস রাজ্যের জরুরি বিভাগ জানায়, প্রশান্ত মহাসাগরের তীরবর্তী একটি ধর্মশালা থেকে লোকজনকে ফিরিয়ে নেয়ার সময় মোটোজিন্টলা শহরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের ৯০ মিটার বা ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। যাত্রীদের অধিকাংশ নিকটবর্তী পৌরসভা লা ট্রিনিটারিয়ার বাসিন্দা ছিলেন।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। সূত্র: রয়টার্স