Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে হারার পর নিজেদের রক্ষণভাগকে দুষছেন জুভেন্টাস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। প্রতিপক্ষ দলে লিওনেল মেসির মতো খেলোয়াড় থাকলে ভুল করলেই শাস্তি পেতে হবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন ইতালিয়ান এই কোচ।
কাম্প নউয়ে মঙ্গলবার রাতে লিওনেল মেসির জোড়া গোলে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জুভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারায় বার্সেলোনা।
ম্যাচ শেষে আল্লেগ্রি বলেন, আমরা প্রথমার্ধে ভালো খেলেছিলাম। কিন্তু আপনি যখন এই ধরনের ম্যাচ খেলবেন তখন আপনাকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। আমরা এটা পারিনি এবং প্রথমার্ধের শেষ দিকে আমরা শাস্তি পেয়ে যাই। হাস্যকরভাবে পাল্টা আক্রমণ থেকে আমরা তিনটা গোল হজম করেছি। সবকিছু কঠিন মনে হলেও সবসময় ম্যাচে থাকার চেষ্টা করতে হবে। মেসিকে জায়গা করে দিলে আপনি শাস্তি পাবেন।