মেসিডোনিয়ার পার্লামেন্টে ধস্তাধস্তি-বিক্ষোভ

নিউজ ডেস্ক.

মেসিডোনিয়ার পার্লামেন্টে ব্যাপক ধস্তাধস্তি ও বিক্ষোভে স্যোসাল ডেমোক্রেট দলের নেতা জোরান জায়েভসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আলবেনীয় বংশোদ্ভূত এক সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচিত করার জেরে এ বিক্ষোভ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
শুক্রবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সবাই সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কির ভিএমআরও দলের সমর্থক। তারা নতুন করে নির্বাচন দাবি করছিলেন।
মেসিডোনিয়ার মোট জনসংখ্যার এক চতুর্থাংশ আলবেনীয় বংশোদ্ভূত। ২০০১ সালে আলবেনিয়ান বিদ্রোহের পর মেসিডোনিয়া গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।
সম্প্রতি জোরান জায়েভ আলবেনীয় বংশোদ্ভূতদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বেঁধেছেন। জায়েভ সরকার গঠনের উদ্যোগ নেয়ার পরপর মেসিডোনীয় জাতীয়তাবাদীরা রাস্তায় নেমে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। পরে তার সরকার গঠনের প্রচেষ্টা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার তালাত জাফেরি নামের ওই আলবেনিয়ানকে স্পিকার হিসেবে নির্বাচন করে জায়েভের জোট। এর জেরে প্রায় ২০০ বিক্ষোভকারী মুখোশ পরে পার্লামেন্টের ভেতরে প্রবেশ করে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্টান গ্রেনেড ছোঁড়ে এবং রাজনীতিবিদদের পার্লামেন্টে ভবন ত্যাগ করার সুযোগ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে ভাঙা গ্লাসের টুকরা এবং পার্লামেন্ট করিডোরের দেয়াল ও মেঝেতে রক্তের দাগ দেখা যায়।
এদিকে মেসিডোনিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানায়। সূত্র: বিবিসি

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ