মেসির বিয়েতে একটাই শব্দ ‘ক্যয়ে হারমোসা’


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    ‘ক্যয়ে হারমোসা’৷ স্প্যানিশ ভাষার যার অর্থ অপরূপ সুন্দরী৷ হ্যাঁ, রোজারিও-র সিটি সেন্টারে গতকাল শুক্রবার অ্যান্তোনেলা রোকুজ্জাকে দেখে এই শব্দটাই অতিথিদের মুখে বারে বারে ফিরে ফিরে আসছিল৷

    মেসির হাত ধরে বিয়ের গাউনে লাল মখমল কাপড়ের উপর দিয়ে হেঁটে আসছেন আর্জেন্টাইন সুন্দরী৷ বার্সেলোনার খ্যাতনামা ডিজাইনার রোসা ক্লারার তৈরি পোষাকে অপরূপ সুন্দরী ২৯এর অ্যান্তোনেলা ৷ এ দৃশ্য দেখে সত্যিই মন থেকে একটাই প্রশংসা বেরিয়ে আসে,‘ক্যয়ে হারমোসা’৷ এলএমও কম যান না, কালো স্যুটে নজর কেড়েছেন ফুটবলের যুবরাজ৷
    এরপরই প্রতিক্ষার অবসান৷ স্নেহ চুম্বনে রোকুজ্জাকে আপন করেন নিলেন লিও৷ সন্তানকে সামনে রেখে দুজন দুজনের হাত ধরে এগিয়ে এলেন৷ রেড কার্পেটের উপর তখন নব দম্পতির দিকে অতিথিদের পুষ্পবৃষ্টিতে এক মোহময়ী দৃশ্যের রূপ নিয়েছে৷

    আলোচিত এই জুটির হাতে-হাত রেখে পথচলার শুরুটা সেই শৈশব থেকে৷ মাত্র ৯ বছর বয়সে রোকুজ্জা-মেসির প্রথম দেখা৷ ১৩ বছর বয়সে ফুটবল খেলতে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে আসেন মেসি৷ এরপর বার্সেলোনার স্টার হয়ে ওঠা৷ কিন্তু সময় পাল্টালেও রোকুজ্জার সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল৷ ৩০ বছর বয়সী মেসি ও ২৯ বছর বয়সী অ্যান্তোনেলা দীর্ঘদিন ধরে এক ছাদের নিচেই ছিলেন। ২০১২ সালে এই জুটির ঘর আলো করে আসে প্রথম সন্তান থিয়াগো, ২০১৫ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান মাতেও৷

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ