মেয়র ঝন্টুর ওপর হামলা: আটক যুবক ৫ দিনের রিমান্ডে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

রংপুর প্রতিনিধি.



    রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর ওপর হামলাকারী যুবক সাদ্দামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার বিকালে রংপুর জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম তারিকুল ইসলাম এ আদেশ দেন।

    রংপুর আদালতের সরকার পক্ষের আইনজীবী আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম জানান, মামলার পর সাদ্দামকে আদালতে নেয়া হয়েছে। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা চেষ্টা করব এর পেছনে বড় কোন ঘটনা আছে কী না।

    রবিবার বিকালে মেয়র ঝন্টু তার বাসার সামনে ফার্ণিচারের দোকানে হামলার শিকার হন। ওই ঘটনায় তার একান্ত সচিব রাশেদুল ইসলাম রংপুর কোতয়ালি থানায় একটি মামলা করেন।

    এদিকে মেয়রের ওপর হামলার ঘটনায় বিকালে নগর ভবনের সামনে প্রতিবাদ সভা করেছে সিটি বাজার সমিতি। তারা নগর ভবন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ করে। প্রতিবাদ সভায় মেয়রের ওপর হামলার ইন্ধনদাতা বা গডফাদারকে খুঁজে বের করার দাবি করা হয়। তা নাহলে বৃহৎ আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা। সেখানে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজেই বক্তব্য রাখেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ