মোগলহাটে উম্মুক্ত বাজেট ঘোষনা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট থেকে.

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে উম্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা এলজিএসপি-(টু) কর্মকর্তা কবীর আনোয়ার,মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সনাকের সদস্য, সাংবাদিক আবু হাসনাত রানা, জালাল উদ্দিন প্রমুখ। ২০১৭-২০১৮ অর্থ বছরের ইউনিয়ন পরিষদের বাজেটে মোট ১কোটি ৮৯ লাখ ৫০হাজার ৯শত ৭০ টাকা আয়, ১ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার ৪শত ৭০ টাকা ব্যয় এবং উদ্বৃত্ত ৬ লাখ ১৪ হাজার ৫শত টাকা ধরা হয়েছে। অনুষ্ঠানে বাজেটটি উপস্থাপন করেন মোগলহাট ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম মন্ডল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ