Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেল ও তার পার্শ্ববর্তী রেস্তোরাঁয় আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১০ জন।
সোমালিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আহমেদ আরাব বলেন, প্রথমে পোশ হোটেলের প্রবেশপথে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
হামলার পর আল-শাবাবের পক্ষ থেকে দায় স্বীকার করে বলা হয়েছে, ‘এক যোদ্ধা পোশ হোটেল, যেটি ছিল নাইটক্লাব তার ভেতরে গাড়িবোমা হামলা চালিয়ে শহীদ হয়েছে।’
এর কিছুক্ষণ পরে জঙ্গিরা ওই হোটেলের কাছেই অবস্থিত ‘পিৎজা হাউজ’ নামের জনপ্রিয় একটি রেস্টুরেন্টে হামলা চালায়। তারা রেস্তোরাঁর প্রবেশমুখে বিস্ফোরকভর্তি একটি গাড়ি পার্ক করে। পরে তারা হোটেলের ভিতরে প্রবেশ করে প্রায় ২০ জনকে জিম্মি করে।
বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তা আব্দি বশির জানিয়েছেন, বুধবার মধ্যরাতে পিৎজা হাউজে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে পাঁচ বন্দুকধারী নিহত হয়। অভিযান সমাপ্ত হয়েছে এবং বন্দুকধারীরা নিরাপত্তার বাহিনীর হাতে নিহত হয়েছে। নিহত নাগরিকদের মধ্যে একজন সিরীয় নাগরিকও ছিলেন বলে জানান তিনি। সূত্র : রয়টার্স