মোনাকোকে হারিয়ে ফাইনালে জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক.

মোনাকোর মাঠে ২-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে ছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগে ড্র করলে কিংবা ১-০ ব্যবধানে হেরে গেলেও ফাইনালে উঠে যেত ইতালির দলটি।
ঘরের মাঠেও জয়ের সহজ সুযোগ হাতছাড়া করেনি জুভেন্টাস। মঙ্গলবার রাতে মোনাকোকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। ২ লেগ মিলিয়ে তার শিষ্যরা জিতেছে ৪-১ গোলে।
জুভেন্টাস স্টেডিয়ামে মঙ্গলবার শুরুতে স্বাগতিকদের চেপে ধরে মোনাকো। অতিথিদের আক্রমণের ঝাপটার মধ্যেই চোটের জন্য ১০ মিনিটে সামি খেদিরাকে হারায় জুভেন্টাস। একের পর এক আক্রমণ করা মোনাকো ভাঙতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নদের জমাট রক্ষণ। ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয়া জুভেন্টাসই ম্যাচে প্রথম সত্যিকারের সুযোগ পায়। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠান গনসালো হিগুয়েন কিন্তু শটে তেমন জোর না থাকায় ফিরিয়ে দেন ডিফেন্ডার কামিল গ্লিক।
মোনাকোকে হারিয়ে ফাইনালে জুভেন্টাস
৩ মিনিট পর হিগুয়েনের স্লাইডিং পাস থেকে সুযোগ আসে মারিও মানজুকিচের সামনে। গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি, বেঁচে যায় অতিথিরা। ২৮তম মিনিটে পাওলো দিবালার পাস থেকে সুযোগ আসে মিরালেম পিয়ানিচের সামনে। তার জোরালো শট ঠেকিয়ে সেবার মোনাকোর ত্রাতা আন্দ্রেয়া রেগি।
৩৩তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন মানজুকিচ। আলভেসের ক্রস থেকে তার হেড কোনোমতে ঠেকান মোনাকোর গোলরক্ষক। ফিরতে বলে বুলেট গতির শট আর ফেরাতে পারেননি তিনি। ৪৫তম মিনিটে নিজেই জাল খুঁজে নেন আলভেস। গোলরক্ষকের ফিস্ট থেকে বল পেয়ে জোরালো ভলিতে গোলের উল্লাসে পুরো স্টেডিয়ামকে মাতান এই ব্রাজিলিয়ান তারকা।
এই গোলেই মোনাকোর ফাইনালে খেলার আশা এক রকম শেষ হয়ে যায়। খেলা অতিরিক্ত সময়ে নিতে হলে এক অর্ধে ৪টি গোল করতে হতো ফরাসি শিরোপা জয়ের পথে থাকা দলটির। প্রায় অসম্ভব সেই কাজটি করতে পারেনি তারা।
মোনাকোকে হারিয়ে ফাইনালে জুভেন্টাস
দ্বিতীয়ার্ধের শুরুতে মোনাকোকে চাপে রাখে জুভেন্টাস। হিগুয়েন-মানজুকিচদের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হয় তাদের। খেলার ধারার বিপরীতেই ৬৯তম মিনিটে কিলিয়ান বাপ্পের গোলে ব্যবধান কমায় মোনাকো। চলতি আসরে ১২ ম্যাচে এ নিয়ে মাত্র তৃতীয়বার জুভেন্টাসের জালে গেল বল। আগের ৬ ম্যাচে একটিও গোল খায়নি তারা। বাকি সময়ে আর প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি অতিথিরা। আলেগ্রির শিষ্যরাও ব্যবধান বাড়াতে পারেনি।
বুধবার আরেক সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল আতলেতিকো ও রিয়াল। প্রথম লেগে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটিট্রিকে ৩-০ ব্যবধানে জেতা রিয়ালের ফাইনালের পথে অনেকটা এগিয়ে রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ