নিউজ ডেস্ক.

ময়মনসিংহ সদর উপজেলায় ২ জনকে খুন করে এক খামার থেকে ১০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার রাতে উপজেলার পোটামারা গ্রামে আকাশী অ্যাগ্রো নামের একটি খামার থেকে ১০টি গরু ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে খামারের এক পাহারাদার ও স্থানীয় একজনের লাশ।
নিহতরা হলেন ওই গ্রামের ইদ্রিস আলী (২৮) ও হাসু মোড়লের ছেলে মোজাফফর হোসেন (৪৫)।
খামারের পাহারাদার আবদুল হামিদ বলেন, ‘৮-১০ জনের একদল ডাকাত পাহারাদার ইদ্রিসকে খুন করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে।’
এর পর সকালে খামারের কাছের বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশও উদ্ধার করে এলাকাবাসী।
খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, ইদ্রিস ৪ মাস আগে সেখানে চাকরি নেন। ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
তিনি বলেন, ‘ডাকাতরা খামারের ১০টি গরু নিয়ে গেছে। এর বাজার দর প্রায় ৮ লাখ টাকা।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খামারের মালিক হত্যাকাণ্ডের বিষয়টি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

