যশোরে জঙ্গি আস্তানায় অভিযান শেষ : গ্রেফতার ১


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


যশোর সদর উপজেলায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। এর আগেই আটক করা হয় আস্তানার মালিক মোজাফফর হোসেনকে।

    সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ মাঠপাড়া গ্রামের মোজাফফর হোসেনের বাড়িতে অভিযান শুরু হয়। তা শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে।

    অভিযান শেষে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, প্রায় ৩ ঘণ্টা পর ওই বাড়ির অভিযান শেষ হয়েছে। এতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, জেলা পুলিশের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী ৮টি ইউনিট অংশ নেয়। পুলিশ সদর দফতরের দেওয়া তথ্যে বিকালে যশোর শহর থেকে বাড়ির মালিক মোজাফফর হোসেনকে (৪০) আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেনেডের ৩০টি খোল, ৫০টি সুইচ, পিস্তলের দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বোমা বানানোর জেল ও ১০ লিটার রাসায়নিক, আধাকেজি পেরেকে, চারটি ছুরিসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়।
    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর আরও বলেন, মোজাফফর যশোরের এম এম কলেজের পুরানো ছাত্রাবাস মসজিদের ইমাম। আমরা তার আরও একটি পরিচয় পেয়েছি। তিনি নব্য জেএমবির যশোর অঞ্চলের সংগঠক। তাকে যশোরে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    উল্লেখ্য, এ নিয়ে গত দুই সপ্তাহের ব্যবধানে যশোরে দু’টি জঙ্গি আস্তানার সন্ধান মিলল। এর আগে গত ৮ অক্টোবর রোববার যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান মেলে। দিবাগত রাত ২টা থেকে সেখানে অভিযান শুরু হয়। শ্বাসরুদ্ধকর এ অভিযান ‘মেল্টেড আইস’ শেষ হয় সোমবার বিকেল ৫টার দিকে।

    অভিযানে সন্দেহভাজন জঙ্গি হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী ও হলি আর্টিজান হামলার ‘অন্যতম হোতা’ নিহত মারজানের বোন খোদেজা আক্তার খাদিজা তিন সন্তান নিয়ে আত্মসমর্পণ করেন। সেখান থেকে ৩টি সুইসাইডাল ভেস্ট, কয়েকটি নকশাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ