যশোরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    যশোরের নাভারণে বাস-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে স্বপন ঘোষ ওরফে টুনা (৫০) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিন জন। শুক্রবার সকালে শার্শা উপজেলার নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির পাশে এই ঘটনা ঘটে।

    আহতরা হলোন- নিহত স্বপনের স্ত্রী অঞ্জনা (৪৫), শ্যালিকা কাজল ঘোষ (৪২) এবং ট্যাক্সিচালক আমজাদ হোসেনসহ (৩৫)। আহতদের দু’জনকে যশোর জেনারেল হাসপাতালে এবং আমজাদ হোসেনকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার্থে ঢাকায় রেফার করা হয়েছে। হতাহতরা সবাই ভারতের বনগাঁ জেলার বাসিন্দা।

    যশোর জেলা মটর ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক আবু সাইদ মিন্টু বলেন, ভারতীয় নাগরিক স্বপন ঘোষ, কাজল ও অঞ্জনা শরিয়তপুর জেলার নাড়িয়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে তারা একটি ট্যাক্সিতে বাড়ি ফিরতে বেনাপোল সীমান্তে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীতমুখি একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্যাক্সিতে থাকা স্বপন ঘোষ, কাজল, অঞ্জনা ও ট্যাক্সিচালক আমজাদ আহত হন।

    পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ও কুইন্স হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় স্বপন ঘোষ মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

    হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার কৌশিক শিকদার ভারতীয় নাগরিক স্বপন ঘোষের মৃত্যু নিশ্চিত করেছেন।

    যশোর ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম বলেন, আমি দুর্ঘটনার কথা শুনেছি। হাইওয়ে পুলিশ বলতে পারবে। আমার বিস্তারিত জানা নেই।

    নাভারণ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ