যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

যশোর প্রতিনিধি.

যশোরের মণিরামপুরে বালুভর্তি ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ চালক তাপস কুণ্ডু (৩০) এবং এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কায়েদী আজম বিশ্বাস (১৭)।
নিহত পিকআপ চালক তাপস কুণ্ডুু খুলনার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের বিনয় কুণ্ডুর ছেলে। কায়েদী আজম একই এলাকার মাজিদুল ইসলামের ছেলে। তিনি এবার স্থানীয় চুয়াডাঙ্গা হাইস্কুল থেকে এসএসসি পাশ করেছেন। আহত সজলও এবার চেচুড়িয়া আন্তর্জাতিক কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র থেকে এসএসসি পাশ করেছেন। বৃহস্পতিবার তাদের পরীক্ষার ফল প্রকাশিত হয়।
স্থানীয়রা জানান, কায়েদী আজমের মামা ফেরদৌস একটি বিস্কুট কোম্পানির যশোর প্রতিনিধি। তিনি তার ব্যবহৃত মালামাল ডুমুরিয়ায় বাড়িতে পাঠানোর জন্য শুক্রবার ভোরে পিকআপ ভাড়া করে ভাগ্নে কায়েদী ও তার বন্ধু সজলকে সাথে নিয়ে যশোরে আসছিলেন। তাদের বহনকারী পিকআপটি মণিরামপুরের চালকিডাঙ্গা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কায়েদী আজমের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাপস মারা যান।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ