নিউজ ডেস্ক.

জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের নামে বিএনপির নেতাকর্মীদের দোয়া ও মিলাদ মাহফিল করা বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়ার জড়িত থাকার প্রমাণ বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদের আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
তিনি বলেন, এবারের ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে বিএনপি জন্মদিনের কেক না কাটলেও ভূয়া জন্মদিনের নামে দোয়া ও মিলাদ মাহফিল করেছে। বিএনপি নেতারা এই ভূয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল।
হানিফ বলেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতারা গতকালও বলেছেন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে ভূয়া মন্ত্রীরা কথা বলছেন। আমি বলবো, যাদের জন্মের ঠিক নাই, তাদেরই একাধিক জন্মদিন থাকে। এখনো যে সব বিএনপির নেতা খালেদা জিয়ার ভূয়া জন্মদিন পালন করে তাদের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার।
ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর রয়েছে জানিয়ে হানিফ বলেন, বিএনপি জামায়েতের হত্যার ষড়যন্ত্র থেমে নেই। তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ১৫ আগস্টে গ্রেনেড নিক্ষেপের ষড়যন্ত্র করেছিল।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

