নিউজ ডেস্ক.
গত কয়েক মাসে রাশিয়া এবং পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকজন তরুণী আত্মহত্যা করেছিল। পরিসংখ্যান অনুযায়ী, তিন মাসে মোট ১৬ জন তরুণীর আত্মহত্যার খবর পেয়েছিল পুলিশ। এত কম সময়ে এত জন তরুণীর আত্মহত্যার ঘটনা বিস্মিত করেছিল পুলিশকে। সন্দেহ জাগে, এসব আত্মহননের হয়তো কোনো গোপন যোগসূত্র রয়েছে।
সম্প্রতি সাইবেরিয়ার দুই স্কুলছাত্রী য়ুলিয়া কনস্তান্তিনোভা (১৫) এবং ভেরোনিকা ভলকোভা (১৪) ১৪ তলা একটি বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ জানতে পারে, তাদের মৃত্যুর জন্য দায়ী ফিলিপ বুদেকিন নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, সাম্প্রতিককালে আত্মঘাতী ১৬ জন তরুণীই ফিলিপের জন্য আত্মহত্যা করেছিলেন। পুলিশের ধারণা, বিশ্বে অন্তত ১৩০ জন মানুষের আত্মহননের জন্য পরোক্ষভাবে এই ফিলিপই দায়ী।
রাশিয়ার পুলিশ সূত্রে জানা যায়, ২১ বছর বয়সী ফিলিপ রাশিয়ারই বাসিন্দা। সে ভিকোন্তাক্তে নামক সোশ্যাল মিডিয়ায় ‘ব্লু হোয়েল সুইসাইড গেম’ নামের একটি সোশ্যাল গেমিং পেজের অ্যাডমিন। এই গেমে প্রতিযোগীদের মোট ৫০টি আত্মনির্যাতনমূলক টাস্ক কমপ্লিট করতে হতো। ভয়ঙ্কর ছিল সেসব টাস্ক।
সেগুলোর মধ্যে কয়েকটি ছিল মোটামুটি সহজ, যেমন মাঝরাতে ঘুম থেকে উঠে ভূতের সিনেমা দেখা। কিন্তু গেমের লেভেল যত এগোতো, তত কঠিন ও ভয়ঙ্কর হতে থাকত টাস্কগুলো। একটি টাস্কে প্রতিযোগীকে নিজের শরীরে ৫০টি নিডল (ইঞ্জেকশনের সূচ) ফুটিয়ে সেই ছবি পোস্ট করতে হতো গেমিং পেজে। একেবারে শেষ অর্থাৎ ৫০তম টাস্কটিতে প্রতিযোগীকে নিজের প্রাণ হরণ করতে হতো।


