রংপুর প্রতিনিধি.

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার মমিনপুরে (আবাসন) কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
ন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম ইদ্রিস আলী (৩২)। তার বাবার নাম সাখাওয়াত হোসেন। বাড়ি মিঠাপুকুরের মমিনপুর।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বন্দুকযুদ্ধের এই ঘটনায় পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

