
রক্তাদাতাদের সম্মান জানিয়েছে বন্ধন স্বেচ্ছায় রক্ত দান সংগঠন। আনুষ্ঠানিক ভাবে রক্তদাতাদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করেছে সংগঠনটি। একই সাথে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি রাসেল রানা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফজলে রাব্বী।

অনুষ্ঠানে সংগঠনের জ্যৈষ্ঠ উপদেষ্টামন্ডলীর সদস্য রানাউল আমিন রানা, হাশেম বাপ্পী, বেলাল হোসেন মহুরী, রেজাউল আমিন রেজা, আব্দুল মজিদ মন্ডল, যুব উপদেষ্টা মন্ডলীর সদস্য ফজলুল হক ফারুক, এনামুল হক মিদুল, আরিফুল ইসলাম, শরীফ ইসলাম, টিটু ইসলাম, হেলাল উদ্দিন সম্রাটসহ সংগঠনের সদস্যবৃন্দ, রক্তদাতা ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রক্তদাতাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট বিতরণ শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


