রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক.

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা কথা দিয়েছেন। তারা ১৬ কোটি মানুষের পাশে থেকে সেবা করবেন।
আজ রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবি সারাদেশ থেকে চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সংরক্ষণ করেছে। রমজানে সরবরাহে কোনো সমস্যা হবে না। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে টিসিবি প্রস্তুত রয়েছে। ১৫ মে থেকে সারা দেশে ২ হাজার ৮১১ জন ডিলার ও ১৮৫টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করবে।
রজমানে বাজার স্বাভাবিক থাকলে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্তণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ