রমজানে বাজার মূল্য স্বাভাবিক থাকবে : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক.

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রোজার মাসে বাজার মূল্য স্বাভাবিক থাকবে। কেউ যাতে আকস্মিকভাবে দাম বাড়িয়ে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, ব্যবসাবান্ধব সরকার।
মন্ত্রী শুক্রবার রাতে শহরের জেলা পরিষদ চত্বরে আসন্ন মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা চেম্বার অব কমার্স এই সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনূছ মিয়া, চেম্বারের পরিচালক শফিকুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে চিনি, ছোলা, পেঁয়াজ, ডালসহ অন্যান্য পণ্যের চাহিদার চেয়ে বেশি মজুত রয়েছে। তাই সংকট সৃষ্টি হওয়ার কোন কারণ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
মন্ত্রী খালেদা জিয়ার রুপকল্প সম্পর্কে বলেন, ২০০৮ সালের নির্বাচনে তাদের কোন রুপকল্প ছিলো না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনুসরণ করে তারা রুপকল্প দিয়েছে। তিনি রুপকল্পে যা বলেছেন, নিজে কখোনো এগুলো বাস্তবায়ন করবেন না।
তোফায়েল আহমেদ আরো বলেন, খালেদা জিয়ার আগে উচিত ছিলো ২০০১ সালে ক্ষমতায় আসার পর যে মানুষ হত্যা, মা-বোনদের ইজ্জত লুট ও অত্যাচার-নির্যাতন করেছে, তার জন্য ক্ষমা চাওয়া। তাই খালেদা জিয়াকে কেউ বিশ্বাস করে না।
মন্ত্রী বিএনপি আমলের অত্যাচারের কথা উল্লেখ করে বলেন, সেই সময়ে কত আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর নির্যাতন করা হয়েছে তার কোন হিসেব নেই। বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেদিন ভোলায় এসেছিলেন। তাকে মিটিং করতে দেয়া হয়নি। কিন্তু আমরা প্রতিশোধ নেইন। কারণ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।
তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ৮ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা কেউ কখোনো করতে পারেনি। ঢাকাতে মেট্ররেল হবে, এলিগেট এক্সপ্রেসওয়ে হবে, পদ্মাব্রিজের উপর দিয়ে ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে রেল লাইন হবে, চট্রগ্রামে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল হবে, কক্সবাজার মাতারবাড়ি ১৩শ’ মেঘাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট হবে, সমুদ্র বন্দর হবে।
জিয়াউর রহমান দেশের ক্ষতি করেছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, তিনি যদি স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত না করত, তাহলে আজকে জঙ্গি উত্থান হতো না। জামায়াত নিষিদ্ধ ছিলো, জিয়াউর রহমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের দল হিসাবে কাজ করার সুযোগ দেয়। শুধু তাই নয় বঙ্গবন্ধু’র খুনীদের জাতীয় সংসদের সদস্য করেছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ