রমজানে বিকেল ৫টা-রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

নিউজ ডেস্ক.

জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, রমজানে দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলো বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে।
অসহনীয় গরমের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে ভোগান্তির মধ্যে বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান তিনি।
নসরুল হামিদ বলেন, আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বভাবিক হবে। সাধারণত বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকে।
গ্রীষ্ম মৌসুমে তৃতীয় দফায় তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যে দুয়েকটি শহর বাদে দেশের অধিকাংশ এলাকায় দিনে বেশ কয়েক বার লোডশেডিং হচ্ছে। গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক ছোঁয়ায় গত ৮ডিসেম্বর হাতিরঝিলে রঙিন বাতি জ্বালিয়ে আলোর উৎসব করা হয়। তবে এখন চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান হচ্ছে না।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ