নিউজ ডেস্ক.
ঋণ খেলাপির অভিযোগ এনে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলার মনোনয়ন বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী শামীন খালেদ। এর আগে গত মঙ্গলবার বিএনপির মেয়র প্রার্থী বাবলার মনোনয়নপত্র বাতিল চেয়ে রিট করেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
গত ২১ নভেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে কাওসার জামান বাবলাকে দলীয় মনোনয়ন দেন বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত প্রত্যয়নপত্রটি বাবলার প্রতিনিধি হিসেবে গ্রহণ করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

