রাজধানীতে অভিযানে ১৬ ভুয়া ডিবি আটক

নিউজ ডেস্ক.

রাজধানীতে পৃথক অভিযানে ১৬ জন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি জানান, গতকাল রাতে রাজধানীর রামপুরা ও রমনা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি গাড়ি, পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া, ছুরি ও জ্যাকেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ