নিউজ ডেস্ক.
রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৩৫)। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। তিনি খিলক্ষেত এলাকায় থাকতেন এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, সকালে জামাল রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।