নিউজ ডেস্ক.
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। 
আজ শুক্রবার সকালের দিকে খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় পৃথক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ বলেন, খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে অজ্ঞাত (৪০) নামে এক ব্যক্তি হেঁটে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। তার পরনে ছিল জিন্সের শার্ট ও চেক লুঙ্গি।
অন্যদিকে বিমানবন্দর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মসংলগ্ন ৪ নম্বর লাইনে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৫) ব্যক্তি নিহত হন।
এএসআই আরও জানান, নিহতের পরনে ছিল সবুজ ও লাল রঙের ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি।
নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানান। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

