রাজশাহী মহানগরীতে তিন ছিনতাইকারীসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তিন ছিনতাইকারী হলো নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধাওর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে লিটন আলী (১৯) এবং রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকার সামসুল আলমের ছেলে হাসান আলী (২৫) ও সিপাইপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে মিজু আহমেদ (১৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে এই তিন ছিনতাইকারী নগরীর কাদিরগঞ্জ এলাকায় এক নারী ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় স্থানীয়রা লিটনকে হাতেনাতে ধরে পুলিশে দেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ অপর দুই ছিনতাইকারীকে আটক করে। এছাড়া আলাদা অভিযানে বোয়ালিয়া থানা পুলিশ আরো ৮ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৪ জন এবং মহানগর ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। আটক সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।