রাজশাহী প্রতিনিধি.
রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলায় দুটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে একটি বাসের এক শিশু নিহত হয়েছে। এছাড়া, দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
জেলার পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, তানোর থেকে একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিল। কিন্তু সড়কটি খুব খারাপ হওয়ায় বাসটি বিকল্প পথ হিসেবে একটি সরু সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় পবার তুরাপুর গ্রামের একটি বাকে বাসটি উল্টে ধানক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়।
নিহত শিশুর নাম রানা (১০)। সে তানোর উপজেলার কাশকদীঘি গ্রামের আরশাদ আলীর ছেলে। রানা তার মায়ের সাথে রাজশাহী যাচ্ছিল। এ দুর্ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি পরিমল কুমার চক্রবর্তী।
এদিকে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে একটি যাত্রীবাহী বাস গোদাগাড়ী উপজেলা সদরে আসছিল। পথে গোদাগাড়ী পৌরসভার হেলিপ্যাড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

