রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

রাজশাহী প্রতিনিধি.

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাব্বি হোসেন (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫জন আহত হন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী ট্রাকের হেলপার ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিনি নাটোর সদর উপজেলার চাঁনপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে পুঠিয়া উপজেলা সদরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাব্বি মারা যান। এ সময় ট্রাকের চালক এবং বাসের চালক ও যাত্রীসহ ১৫জন আহন হন। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে থানায় নেয়ার কাজ চলছে। আর হেলপার রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ