রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীসহ দুজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন নগরীর ছোটবনগ্রাম এলাকার মৃত রজব আলীর ছেলে হযরত আলী (৬০) ও পবা উপজেলার হরিয়ান সুগারমিল এলাকার আবদুস সবুরের ছেলে সোহেল রানা (৪৩)। নিহতদের মধ্যে হযরত আলী রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় সড়ক ঝাড়ু দেয়ার কাজ করছিলেন হযরত। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হযরত আলী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে রবিবার দুপুরে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের চালক হেলাল উদ্দিন। আর আহত হয়েছিলেন আরোহী সোহেল রানা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানাও মারা যান।
এসব ঘটনায় নগরীর বোয়ালিয়া ও পুঠিয়া থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি. দাওয়াতের খাবার খেয়ে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও এক সিনিয়র নার্সের মৃত্যু হয়েছে। এই ঘটনায়…
বার্তাটির পাঠক সংখ্যা : 387
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ