Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরে ক্যারিবিয়ান অলরাউন্ডার ড্যারেন স্যামির নেতৃত্ব আনকোরা দল নিয়ে রানার্স আপের খ্যাতি অর্জন করেছিল রাজশাহী কিংস।
মমিনুল হক, সাব্বির রহমান, ফরহাদ রেজা, আবুল হাসান, নুরুল হাসান সোহান, জুনায়েদ সিদ্দিক, মেহেদি হাসান মিরাজ, আফিফ হাসানদের মত দেশী ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
আর বিদেশীদের মধ্যে জেমস ফ্র্যাঙ্কলিন, স্যামিত পাটেল, মোহাম্মদ সামিদের মত তারকা ক্রিকেটাররাও ছিলেন দলে। এদের সকলকে নিয়ে দলীয় ভাবেই ম্যাচ বাই ম্যাচে জয় লাভ করেই ফাইনালের টিকিট পায় দলটি।
যদিও ফাইনালে ঢাকা ডাইনামাইটসের কাছে হেরে শিরোপা জয় থেকে বঞ্চিত হয় তারা। তাই এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দল সাজিয়েছে তারা।
মাঠের লড়াই দিয়ে নিজেদেরকে আবারও প্রমাণ করতে প্রস্তুত রাজশাহী। গতবার দলটির আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। কিন্তু এবারের আসরের জন্য আইকন হিসেবে তারা দলে ভিড়িয়েছে টেস্ট দলপতি মুশফিকুর রহিমকে।
মুশফিকের পাশাপাশি কাটারমাস্টার মুস্তাফিজুর রহমানও খেলবেন কিংসদের হয়ে। দেশী খেলোয়াড় হিসেবে তারা আগেই রেখে দিয়েছিল সাব্বির রহমান, মমিনুল হক এবং ফরহাদ রেজাকে।
আর বিদেশীদের মধ্যে কেসরিক উইলিয়ামস, স্যামিত পাটেল এবং জেমস ফ্র্যাঙ্কলিনকেও ধরে রেখেছে দলটি। নতুন খেলোয়াড় হিসেবে চুক্তি করেছেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইট, এবং ক্যারিবিয়ান ওপেনার লেন্ডেন সিমন্স ।
রাজশাহী কিংসের দল পরিচিতি
অধিনায়ক : ড্যারেন স্যামি
বিপিএলের চতুর্থ আসরে প্রথম বারের মত খেলতে এসেই দলকে ফাইনালে নিয়ে যান স্যামি। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ক্যারিবিয়ান। গত আসরের সফল এই অধিনায়ককে পঞ্চম আসরেও কিংসদের দায়িত্ব তুলে দিয়েছে রাজশাহী কর্তৃপক্ষ।
ব্যাটিং বিভাগ:
বিদেশী খেলোয়াড়দের মধ্যে দলে ব্যাটিং বিভাগের দায়িত্ব সামাল দেয়ার জন্য স্কোয়াডে আছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান লেন্ডল সিমন্স এবং জিম্বাবুয়ের ম্যালকম ওয়ালার।
ওয়ালার প্রথম বারের মত বিপিএলে সুযোগ পেলেও সিমন্স এর আগেও বিপিএলে খেলেছেন। আর দেশী খেলোয়াড়দের মধ্যে ব্যাটিংয়ের শক্তি বাড়ানোর জন্য আছেন মুশফিকুর রহিম, তরুণ জাকির হাসান, রনি তালুকদার এবং মমিনুল হক।
অলরাউন্ডার বিভাগ:
বিদেশী অলরাউন্ডার হিসেবে এবার রাজশাহী দলে আছেন নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিন এবং দুই ইংলিশ অলরাউন্ডার স্যামিত প্যাটেল ও লুক রাইট।
এছাড়াও অধিনায়ক ড্যারেন স্যামি একজন অলরাউন্ডারের ভূমিকায় দলের দায়িত্ব সামাল দিবেন। দেশী অলরাউন্ডারদের মধ্যে আছেন ফরহাদ রেজা, তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং নিহাদউজ্জামান।
বোলিং বিভাগ:
বিদেশীদের মধ্যে দলটির বোলিং বিভাগে আছেন ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামস এবং পাকিস্তানের মোহাম্মদ সামি।
অন্যদিকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে পাওয়ায় বোলিং বিভাগে আরও বেশী শক্তিশালী হয়ে উঠেছে কিংসরা। মুস্তাফিজ ছাড়াও দেশীদের মধ্যে আছেন তরুণ পেসার কাজী অনিক। স্পিন বোলার হিসেবে দলে আছেন পাকিস্তানের লেগ স্পিনার উসামা মির এবং দেশীদের মধ্যে আছেন নাইম ইসলাম জুনিয়র।
রাজশাহী কিংস স্কোয়াড: মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদউজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাইম ইসলাম জুনিয়র, কাজি অনি, মমিনুল হক, ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ, লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি ও জেমস ফ্রাঙ্কলিন, উসামা মির, রাজা আলি দার।