রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা

নিউজ ডেস্ক.

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বৈঠকে স্থায়ী কমিটির সব সদস্যকে উপস্থিত থাকতে বলেছেন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিএনপি কার্যালয় সূত্র জানায়, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বিশেষ করে গত শনিবার সকালে পুলিশের চালানো তল্লাশি অভিযান নিয়ে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ