ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার এন,এন,বি ভাটায় আজ ১৪ মে শ্রমিকের কাজ করতে গিয়ে ট্রাক্টরের চাপায় এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানাযায়, এনএনবি ভাটা মালিকের নিজস্ব পরিবহন বৃষ্টি এন্টার প্রাইজ(ট্রাক্টর) ভাটা শ্রমিক জগেন (৫০) কে চাপা দেয়। এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতিক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত শ্রমিককে রংপুরে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ প্রসঙ্গে ভাটা মালিক আহাম্মদ হোসেন বিপ্লব বলেন, দীর্ঘ দিন ধরে জগেন ও তার স্ত্রী শ্রমিকের কাজ করছিল। হঠাৎ এমন একটি দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমরা সবাই শোকাহত। বিষয়টি নিয়ে আপোষ মিমাংশার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন,বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।