রাবির হল থেকে এইসএসসির ১০০ উত্তরপত্র উদ্ধার

নিউজ ডেস্ক.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের আবাসিক হল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ১০০ খাতা (উত্তরপত্র) উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হল থেকে খাতাগুলো উদ্ধার করে নিয়ে যায় রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার। খাতাগুলো হলের দ্বিতীয় তলায় বারান্দায় থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিন্নাত ফেরদৌসী।
তিনি বলেন- রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিকেল ৩টার দিকে বিষয়টি আমাকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। আমরা হলে গিয়ে তাদের তথ্যের ভিত্তিতে খাতাগুলো উদ্ধার করি। সেগুলো বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কীভাবে খাতাগুলো এখানে আসলো তা জানতে হলের গণরুমের বেশ কয়েকজন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কেউ স্বীকার করেননি। এখন বিষয়টি তদন্ত করে বের করার দায়িত্ব বোর্ড কর্তৃপক্ষের। যে শিক্ষককে তারা খাতা মূল্যায়ণের জন্য দিয়েছিলেন, তিনি এর জন্য মূল দায়ী। বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে সব জানতে পারবেন।
রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুন কুমার সরকার বলেন, আমরা বিষয়টি গোপন সংবাদে জানতে পারি। পরে রাবির প্রক্টর ও মুন্নুজান হলের প্রাধ্যক্ষের সহায়তায় খাতাগুলো উদ্ধার করা হয়েছে। ওই খাতাগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের ইসলামের ইতিহাসের (কোড নং: ২৬৮)। খাতাগুলোর পরীক্ষক ছিলেন রাজশাহী নিউ ডিগ্রি গভ. কলেজের শিক্ষক ড. আবুল কালাম।
তিনি বলেন, খাতাগুলো উদ্ধার করে কাস্টডিতে নিয়ে যাচ্ছি। রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ কর্তৃপক্ষ বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
রাবি প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, খাতাগুলো কিভাবে এখানে আসলো তা জানা সম্ভব হয়নি। নির্দিষ্ট কোনো শিক্ষার্থীর কাছ থেকেও খাতা উদ্ধার করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের গণরুম থেকে খাতাগুলো উদ্ধার করা হয়েছে। যেখানে শতাধিক ছাত্রী অবস্থান করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ডের কন্ট্রোলার তরুণ কুমার সরকার বলেন, ‘সেখানে পরিত্যক্ত অবস্থায় ইসলামের ইতিহাস বিষয়ের ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। কিভাবে ও কার মাধ্যমে সেখানে এই উত্তরপত্রগুলো গেলো, সেটি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ