রাশিফল : আয় বাড়বে কর্কটের, প্রেমের জন্য দিন শুভ মেষের

নিউজ ডেস্ক.

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৫ ও ৬। শুভ বার বুধ ও শুক্রবার। শুভ রত্ন পান্না ও হীরা।
মেষ (২১ মার্চ- ২০ এপ্রিল) : প্রেম ভালবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়বে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
বৃষ (২১ এপ্রিল- ২০ মে) : আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পাবেন। উচ্চরক্তচাপ অথবা হৃদযন্ত্রের কোনো সমস্যায় ভুগতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে।
মিথুন (২১ মে- ২০ জুন) : আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
কর্কট (২১ জুন- ২০ জুলাই) : আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বাড়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চক্ষু সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। আজ কোনো ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন।
সিংহ (২১ জুলাই- ২১ আগস্ট) : আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। অন্যের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর) : ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর খুব একটা ভালো যাবে না। যেকোনো ধরনের আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। মামলা-মোকদ্দমা কিছু থাকলে তার ফলাফল বিপক্ষে চলে যেতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর- ২২ অক্টোবর) : আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। বন্ধুদের কারো সহযোগিতা পাবেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর- ২১ নভেম্বর) : কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। জ্যেষ্ঠদের পরামর্শে উপকৃত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান ভালো যেতে পারে। সুনাম ও মর্যাদা বাড়ার যোগ আছে।
ধনু (২২ নভেম্বর- ২০ ডিসেম্বর) : সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। জ্ঞানস্পৃহা বাড়বে।
মকর (২১ ডিসেম্বর- ১৯ জানুয়ারি) : অতিন্দ্রীয় শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়তে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি) : ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশিদারী কারবারে সুফল পাবেন। অংশিদারী ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনরা কেউ শত্রুতা করতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকুন। শত্রুপক্ষের তৎপরতা বাড়বে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ