Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি নেতাকর্মীরা যদি কোনো প্রকার ‘নৈরাজ্য’ সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার বেলা ১১ টার দিকে আগারগঁওয়ের পাসপোর্ট অফিসে একটি অনুষ্ঠান শেষে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ দেখে দেখে পুলিশের ওপর হামলাকারী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি যদি নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুুত আছে।