Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
রিকশাচালক বেশে অভিযানে গেলেন এসআই। সঙ্গে ছিলো আরো দুইজন পুলিশ। কিন্তু দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন ছদ্মবেশী রিকশাচালক। পরে তাকে উদ্ধার করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে ঘটেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করতে আশুলিয়া থানার এসআই রামকৃষ্ণ দাস এ ছদ্মবেশ ধারণ করেন।
আশুলিয়া থানার পুলিশ লাল মিয়া জানান, এসআই রামকৃষ্ণ দাস রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে এসআই রামকৃষ্ণ গুরুতর আহত হন ও তার পা ভেঙ্গে যায়।
আশুলিয়া থানার এএসআই আসাদ বলেন, অভিযানে সঙ্গী হিসেবে আমিসহ এক পুলিশ পিছনের রিকশায় ছিলাম। স্যার সামনে ছিলেন। সেই রিকশায় অপহৃত ব্যক্তির স্ত্রী ছিলেন। এ সময় বাসের ধাক্কায় স্যার ও যাত্রী হিসেবে থাকা নারীও আহত হন।
তিনি আরো বলেন, অ্যাপোলো হাসপাতালে এসআই রামকৃষ্ণের পায়ের অপারেশন হচ্ছে। তার বাম পায়ের একাধিক জায়গায় হাড় ভেঙ্গে গেছে বলে চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন।
ডেইলি বাংলাদেশ অনলাইন থেকে খবরটি নেওয়া হয়েছে। যার মূল লিংক দেখতে এখানে ক্লিক করুন।