রেল স্টেশনের যাত্রী ছাউনি ভেঙে কয়েকজন আহত

নিউজ ডেস্ক.


যাত্রীদের ভারে ভেঙে পড়েছে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের যাত্রী ছাউনি। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে কমলাপুর থানার ওসি মো. ইয়াসিন ফারুক জানান, ঈদে বাড়ি ফিরতে কিছু মানুষ ট্রেনের ছাদে উঠার জন্য স্টেশনের যাত্রী ছাউনির ছাদে উঠে পড়ে।

অতিরিক্ত মানুষের ভারে যাত্রী ছাউনির শেড (চাল) হেলে পড়ে। এ সময় যাত্রী ছাউনির নিচে থাকা কয়েকজন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও সংখ্যা জানাতে পারেননি ওসি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ