রোনালদো-বেলের গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.


সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-জাজিরাকে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলের গোলে ২-১ ব্যবধানে আল-জাজিরাকে পরাজিত করে রিয়াল।

    আগামী শনিবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর মুখোমুখি হবে স্পেনের এ ক্লাবটি।

    বুধবার রাতে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করে যায় রিয়াল। প্রথমার্ধে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নেয় তারা। এর ৭টিই ছিল লক্ষ্যে; কিন্তু জালের দেখা মেলেনি। রোনালদো-বেনজেমাদের বারবার গোলবঞ্চিত করার মূল কৃতিত্ব জাজিরার গোলরক্ষক আলি খাসিফের।

    ৪৩তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় জাজিরা। ডি-বক্সের মধ্যে থেকে কোনাকুনি শটে টানা দুবারের ইউরোপ সেরাদের স্তব্ধ করে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোমারিনিয়ো।

    ৫১তম মিনিটে খাসিফকে বসিয়ে খালেদ আল সেনানিকে নামান জাজিরা কোচ। আর এর ২ মিনিট পরেই দলকে সমতায় ফেরান রোনালদো। লুকা মদ্রিচের পাস এক ডিফেন্ডার ঠেকাতে ব্যর্থ হলে ডি-বক্সে বল ধরে কোনাকুনি শটে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

    ৬৫ ও ৬৯তম মিনিটে করিম বেনজেমার দুটি শট লাগে পোস্টে। দুই মিনিট পর মার্কো আসেনসিওর দূরপাল্লার শট ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়।

    ৮১তম মিনিটে বেনজেমার বদলি হিসেবে চোট কাটিয়ে ফেরা গ্যারেথ বেলকে নামান জিদান। মাঠে নামার প্রথম মিনিটেই লুকাস ভাসকেসের পাস পেয়ে প্রথম শটেই জয়সূচক গোলটি করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ