রোমান্সে মেতেছেন লাভগুরু-পরী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.


পরীমনি মানেই নো হাইড অ্যান্ড সিক, পরীমনি মানেই স্ট্রেইট কাট বা সোজাসাপ্টা। নতুন প্রজন্মের নায়িকা পরীমনি চুটিয়ে প্রেম করছেন সাংবাদিক এবং লাভগুরুখ্যাত আরজে তামিমের সঙ্গে। এটা সবাই জানেন। প্রেমিকের সাথে এখানে সেখানে ঘুরে বেড়ানোর তথ্য ও ছবি নিয়মিত আপডেট করেন পরীমনি। এবার একান্ত মুহূর্তের একটি ছবি ফেসবুকে দিয়েছেন পরী।

    সম্প্রতি কয়েকটি উষ্ণ আলিঙ্গনের ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায় পরীমনির কপালে চুমু খাচ্ছেন তামিম। আর পরীমনিও তামিমের স্পর্শে কাতর। পরী ও তামিমের এমন ছবি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ছবিটি।

    উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর দেশব্যাপী এক শ’র বেশি সিনেমা হলে মুক্তির প্রক্রিয়া চলছে পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ