Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
রোহিঙ্গাদের দেশে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে পুরো জাতি আজ গভীর উদ্বিগ্ন।
স্বাধীনতাত্তোর বাংলাদেশ ইতিপূর্বে এ ধরণের বিরাট সমস্যার সম্মুখিন হয় নাই। দশ লক্ষাধিক রোহিঙ্গাদের আমাদের মতো দেশে আশ্রয় দেয়া খুবই কঠিন। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের আশ্রয় না দিয়েও পারি না। ফলে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং আশ্রয়, সেবা ও চিকিৎসা দেয়া।’
শনিবার এরশাদের প্রেস এ-পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন।
এরশাদ বলেন, মিয়ানমার সরকার তাদের সেনাবাহিনীকে দিয়ে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে ধরণের অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তা আদিম বর্বরতাকেও হার মানিয়েছে। কোনো দেশের সরকার তার নাগরিকদের ওপর এমন হত্যা-নির্যাতন, নারী ধর্ষণ করতে পারে তা সভ্য দুনিয়ায় কল্পনাও করা যায় না। এর জন্য মিয়ানমার সরকারের প্রতি তীব্র ঘৃণা, নিন্দা এবং প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমি আশা করবো, মিয়ানমার সরকার অবিলম্বে এই বর্বরোচিত কার্যকলাপ বন্ধ করে দেশ ত্যাগে বাধ্য হওয়া রোহিঙ্গা নাগরিকদের দেশে ফিরিয়ে নেবে এবং তাদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাংলাদেশ বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত। দেশে এখন খাদ্য সংকট রয়েছে। উপুর্যপুরি বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দেশের ভবিষ্যৎ খাদ্য পরিস্থিতি নিয়েও আমি উদ্বিগ্ন। তার ওপর দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর চাপ বাংলাদেশ কতটুকু নিতে পারবে তা জাতিসংঘসহ উন্নত বিশ্বকে বিবেচনা করতে হবে। এমতাবস্থায় বাংলাদেশের পাশে থাকার জন্য গোটা বিশ্বের প্রতি আহ্বান এইচ এম এরশাদ।