Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
মিয়ানমারে সেনা অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য প্রথম জাহাজে করে ত্রাণ পাঠিয়েছে ভারত।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় ‘আইএনএস ঘরিয়াল’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভিড়ে।
জাহাজটির লোকাল এজেন্ট এমএম ইস্পাহানি লিমিটেডের পিস অ্যাক্টিভিস্ট লোকপ্রিয় বড়ুয়া জানান, এ জাহাজে ৬৭ হাজার ১৬৭ প্যাকেজে ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ এসেছে। এর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেল ইত্যাদি রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসব ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়ার কথা রয়েছে।
এর আগে দুই দফা কার্গো বিমানে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল ভারত।