Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে বিমানযোগে কক্সবাজার যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আগামী বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজার যাচ্ছেন বলে নিশ্চিত করছেন তার ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার।
তিনি জানান, মঙ্গলবার কক্সবাজার যাওয়ার কথা ছিল হুসেইন মুহম্মদ এরশাদের, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কারণে তিনি দিন পরিবর্তন করেছেন। ত্রাণ বিতরণ শেষে শুক্রবার ঢাকায় ফিরবেন তিনি।
এরশাদের সফরসঙ্গী হিসেবে আরও থাকবেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী ও সুলায়মান আলম শেঠ।