Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
রোহিঙ্গা ইস্যুতে অবিলম্বে জাতীয় ঐক্য সৃষ্টির জন্য জাতীয় কনভেনশনের আহ্বান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বিকালে রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা কেন্দ্রের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত রোহিঙ্গা নির্যাতনের প্রামাণ্য চিত্র ও ভিডিও প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য সৃষ্টির জন্য জাতীয় কনভেনশন আহ্বানের পাশাপাশি সব রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি প্রতিনিধি দল বিদেশে পাঠিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধান করুন।’
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্তের সমালোচনা করে ফখরুল বলেন, ‘এ বিষয়টি (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) একদম একটি অনিশ্চিত বিষয়। এই বিষয়টি এটাই প্রমাণ করছে রোহিঙ্গা সমস্যার সমাধান অতিদ্রুত সরকার করতে ব্যর্থ হচ্ছে। শুধু তাই নয়, সরকার ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক কমিউনিটিকে কনভিন্স করতে যে, বাংলাদেশে কী ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।”
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবনে মিয়ানমারের সফররত মন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে ঘোষিত সিদ্ধান্তের পর বিকালে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
একই সঙ্গে সংকটের সমাধানে আবারো জাতীয় ঐক্যের আহবান রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা বরাবর বলে আসছি একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য। দুর্ভাগ্য যে, এখন পর্যন্ত এই সরকার এটা করছে না। তাদের নীতি হচ্ছে জাতিকে বিভক্ত করে রাখা, জাতিকে ঐক্যবদ্ধ হতে না দেয়া।’
তিনি বলেন, ‘আমরা সরকারের প্রতি আবারো আহবান জানাচ্ছি, অবিলম্বে জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য জাতীয় কনভেনশন ডাকুন এবং সমস্ত দলগুলোর সমন্বয়ে বিদেশে প্রতিনিধিদল পাঠান যাতে এই বিষয় কিছু আমরা কনভিন্স করতে পারি, বুঝাতে পারি যে, আমাদের সমস্যা কী হয়েছে।”