লাইফ স্টাইল ব্রান্ড ‘রাইজ’ এর যাত্রা শুরু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.


রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে সম্প্রতি উদ্বোধন করা হল মডার্ন লাইফ-স্টাইল ব্র্যান্ড ‘রাইজ’। ব্র্যান্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিকেটার সাব্বির রহমান ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। এছাড়াও অনুষ্ঠানটিতে ফ্যাশান ব্লগার, বিউটিশিয়ান, মিউজিসিয়ান, শীর্ষ তারকা মডেল, ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও কর্পোরেট ব্যক্তিত্ত্বরা উপস্থিত ছিলেন।


    রাইজে ছেলেদের জন্যে রয়েছে জিন্স, চিনো, কর্ডরয় ও জগার প্যান্ট, পোলো টি-শার্ট, শার্ট, টি-শার্ট, শর্টস ও ইনার আইটেম। মেয়েদের জন্যে রয়েছে ইথনিক টপস, কুর্তি, শার্ট, স্কার্ফ, পালাজ্জো, ডেনিম ও ক্যাজুয়াল প্যান্ট। ছেলে ও মেয়েদের জন্য নতুন ধাঁচের ডিজাইন ও উন্নত ফেব্রিকে তৈরি ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি আরও পাওয়া যাচ্ছে ব্রেসলেট, ওয়ালেট, ব্যাগ, নেকলেস, জুয়েলারি, ঘড়ি, ডগট্যাগ, ক্যাপ, সানগ্লাস, জুতা ও বিভিন্ন ফ্যাশন এক্সেসোরিজ।
    এছাড়াও শীতকালীন পোশাকের এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যাচ্ছে কুইলটেড বোম্বার জ্যাকেট, ডেনিম জ্যাকেট, বিভিন্ন রঙের সোয়েটার, হুডি, লং সোয়েটার, নীটেড সোয়েটার টি-শার্ট, শীতকালীন রেগুলার ও ফ্লানেল শার্ট এবং প্যান্ট। রাইজ শো-রুম: বনানী- হোল্ডিং- ৭৬, ব্লক- ডি, সড়ক-১১, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স- লেভেল- ০২, ব্লক- ডি, শপ: ৩৮-৩৯। ফেসবুক পেজ: facebook.com/risebrandclothing. ইন্সটাগ্রাম- rise.brand

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ