লাকি আখান্দের সুরে গাইলেন ফাহমিদা নবী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    ১৯৮৯ সালে প্রথম একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। এরপর থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ১৫টি একক অ্যালবাম শ্রোতাদের উপহার দিয়েছেন। এবার ১৬তম অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। এই অ্যালবামের বড় চমক হচ্ছে প্রয়াত বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী লাকি আখান্দের সুরে নতুন একটি গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন তিনি।

    ২০০৪ সালে ফাহমিদা নবীর জন্য গোলাম মোরশেদের লেখা ‘বিষন্নতা দিও না আমায়’ গানের সুর করেছিলেন লাকী আখান্দ। সেই গান আর পরবর্তীতে করার সময় সুযোগ হয়ে উঠেনি ফাহমিদ নবীর। কিন্তু অবশেষে লাকি আখান্দের সেই গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন তিনি।

    বেঙ্গল ফাউন্ডেশন ফাহমিদা নবীর ১৬তম একক অ্যালবাম ‘ভুল করে ভালোবেসেছি’ অ্যালবামটি শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন। ঈদের আগেই কলকাতার ওম স্টুডিওতে আটটি গানের রেকর্ডিং শেষ করেছেন ফাহমিদা নবী। সবগুলো গানই গোলাম মোরশেদের লেখা। চারটি গানের সুর করেছেন নিপো, একটি গান সজীব দাস এবং বাকি দুটি গানের সুর করেছেন ফাহমিদা নবী নিজেই। জুলাইয়ের মাঝামাঝিতেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেয়া হবে বলে জানান ফাহমিদা নবী।

    নিজের নতুন একক অ্যালবাম নিয়ে তিনি বলেন, ‘লাকি চাচার গানটি আজ থেকে একযুগেরও বেশি সময় আগে করা। নানা কারণে গানটিতে কণ্ঠ দেয়ার সময় হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত লাকি চাচার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করতে পেরেছি, তাই খুব শান্তি পাচ্ছি। আবার ঠিক একই সময় আরো কিছু গান করা ছিল। যে কারণে গানগুলোর কথা সুর আমার মাথাতেই ছিল। গাইতে গিয়ে মনে হলো গানগুলো আমার অতি আপন কিছু গান। যে গানগুলো শ্রোতাদের শুনে ভালো লাগবে। কারণ এই গানগুলোর গায়কীটা একটু অন্যরকম হয়েছে।’

    ফাহমিদা নবী জানান, সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন আশু চক্রবর্তী। ফাহমিদা নবীর উদ্যোগে গত ঈদে তার শিক্ষার্থীদের নিয়ে ‘কারিগরী’ অ্যালবাম শ্রোতাদের উপহার দেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ