লালপুরে বিষপানে যুবকের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি.



পারিবারিক কলহের জেরে নাটোরের লালপুরে আজাদ আহমেদ (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত আজাদ আহমেদ উপজেলার দাইড়পাড়া গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে পরিবারের অমতে প্রতিবেশী এক মেয়েকে বিয়ে করেন আজাদ। এতে পরিবারের সদস্যরা তাদের ওই বিয়ে মেনে নিতে অস্বীকৃত জানান। এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার বেশ কিছু দিন ধরে কলহ চলে আসছিল।

গত মঙ্গলবার এর জের ধরে পরিবারের সকলের অগোচরে আজাদ বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ