লালমনিরহাটে অগ্নিদগ্ধে বৃদ্ধার মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি.


লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলে শীত থেকে বাঁচতে আগুন পোয়াতে গিয়ে আগ্নিদগ্ধে সুখময়ী (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।


    রোববার (১৪ জানুয়ারি) দিনগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
    মৃত সুখময়ী সদর উপজেলার তিস্তা চরাঞ্চলের রাজপুর ইউনিয়নের মৃত বিশ্বেশর রায়ের স্ত্রী।
    রাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা জানান, বিধবা সুখময়ী’র ছেলে সন্তান না থাকায় একমাত্র বিধবা মেয়েসহ বসবাস করতেন। গত শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে খড় কুটা জ্বালিয়ে শীত নিবারনে শরীর তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হন বৃদ্ধা সুখময়ী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের সহায়তায় প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার ভোর রাতে তার মৃত্যু হয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ