লালমনিরহাটে অপহরণ মামলায় এক মাসেও চার্জশীর্ট দেয়নি পুলিশ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাটে থেকে.

লালমনিরহাটের আদিতমারীতে নবম শ্রেনীর ছাত্রী অপহরণের মূল হোতা আব্দুল কুদ্দুস সম্রাটকে (২৩) গ্রেফতার করলেও মামলার অপর আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। আদিতমারী থানা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অপহরণ মামলার বাদী আঃ মালেকসহ এলাকাবাসী। এদিকে মামলা দায়েরের এক মাস পেরিয়ে গেলেও আদালতে এখন পর্যন্ত চার্জশীর্ট দাখিল না করায় হতাশায় দিন কাটাচ্ছেন বাদীর পরিবার।
মামলার বিবরনে জানাগেছে, গত ২৬ মার্চ স্কুল যাওয়ার পথে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের আব্দুল মালেকের স্কুল পড়ুয়া মেয়ে মাজেদা আক্তার(১৪) কে একই এলাকার নয়াদুল ইসলামের বখাটে ছেলে শফিকুল ইসলাম (১৯) অপহরণ করে নিয়ে যায়। মাজেদা মহিষখোচা বহুমুখি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান শাখার ৯ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী। এ কাজে শফিকুলকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন একই এলাকার জোবাইদুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস সম্রাট (২৩)। অপহরনের তিদিন পর মেয়ের বাবা ২৯ মার্চ বাদী হয়ে শফিকুল ইসলাম ও আব্দুল কুদ্দুস সম্রাটকে আসামী করে একটি অপহরণ মামলা করেন। মামলা দায়েরের পর আদিতমারী থানা পুলিশ অপহরণের মূল হোতা আব্দুল কুদ্দুস সম্রাটকে গ্রেফতার করলেও অপর আসামী শফিকুল রয়েছেন ধরা ছোয়ার বাহিরে। পুলিশ তাকে দেখেও না দেখার ভ্যান করে এড়িয়ে যাচ্ছেন বলে মামলার বাদী আঃ মালেক অভিযোগ করেন।
মাজেদা আক্তারের মা মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক উম্মে কুলছুম সাংবাদিকদের জানান, পারিবারিক বিরোধের জের ধরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল কুদ্দুস স¤্রাট আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। তিনি তার মেয়ের অপহরনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
এদিকে মাজেদা বেগম অপহরনের এক মাস অতিবাহিত হলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এখন পর্যন্ত চার্জশীট না দেয়ায় তার সহপাঠী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।। তারা অবিলম্বে মামলার অপর আসামীকে গ্রেফতার পূর্বক চার্জশীট প্রদানের দাবী জানিয়েছেন। সেইসাথে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, অপহরণ মামলার আসামীকে ধরার জন্য জোর চেষ্টা চলছে। সেই সাথে শীঘ্রই এ মামলার চার্জশীর্ট আদালতে দাখিল করা হবে বলে তিনি জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ