লালমনিরহাটে অর্থমন্ত্রীর বিরুদ্ধে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট থেকে.

লালমনিরহাটে বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে বিড়ি শ্রমিক এবং বিড়ি কোম্পানীর স্থানীয় প্রতিনিধিদের নেতৃত্বে বুধবার দুপুরে  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি করেছে।
লালমনিরহাট বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজার রহমান ও আকিজ বিড়ি কোম্পানীর সাপ্টিবাড়ী অফিসের সহকারী ইনচার্জ জসিম উদ্দিন মিছিলে নেতৃত্বে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী আকিজ বিড়ি ফ্যাক্টরীর সামনে থেকে  বিক্ষোভ মিছিলটি লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক পথে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হয়।
‘দুই বছরের মধ্যে বিড়ি বিদায় করতে চাই’- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন বক্তব্যের প্রতিবাদে বিড়ি শ্রমিক ও আকিজ কোম্পানীর স্থানীয় প্রতিনিধিরা স্মারকলিপি ও ব্যানারে এ দাবী জানান। স্মারক লিপিতে আরো দাবী করা হয়, দেশের লক্ষ লক্ষ দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও প্রতিবন্ধীদের হাতে বিড়ি তৈরি হয়। সেই হাতগুলো বেকার করার জন্য যুগ যুগ ধরে দেশি-বিদেশি সিগারেট কোম্পানীগুলো নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। এসব শ্রমিকের স্বার্থে আসন্ন ২০১৭-২০১৮ সালের বাজেটে বিড়ি শিল্পের উপর কর আরোপ না করে বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে বিবেচনার জন্য আবেদন জানানো হয়।
বুধবার দুপুরে সহশ্রাধিক নারী-পুরুষ বিড়ি শ্রমিকের ব্যানারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ মিছিলটি লালমনিরহাট জেলা প্রশাসকের সামনে এসে জেলা প্রশাসক আবুল ফয়েজ  আলাউদ্দিন খান বরাবর একটি স্মারক লিপি দেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজার রহমান বলেন, ‘বিড়ি শিল্পের উপর কর বৃদ্ধির কারণে গ্রামীণ কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে। বিড়ি শিল্পের উপর কর আরোপ বন্ধ এবং অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি দেওয়া হয়েছে।’
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ  আলাউদ্দিন খান বলেন, ‘আমার অফিস ডাক ফাইলে এমন একটি স্বারকলিপি পেয়েছি।’
অপরদিকে বিক্ষোভে যোগ দেয়া বিড়ি ফ্যাক্টরীর একাধিক শ্রমিক নাম প্রকাশে অনিচ্ছুকরা জানান, আমরা সারাদিন বিড়ি ফ্যাক্টরীতে কাজ করে মুজুরী পাই ১৭০-১৮০ টাকা। ফ্যাক্টরী মালিকগন বিড়ি শ্রমিকদের মুজুরী না বাড়িয়ে আজ আমাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে নিয়ে এসেছে। আমরা বিড়ি শ্রমিক দীর্ঘদিন থেকে এই বিড়ি তৈরীর কাজ করে আসছি। হঠাৎ করে অন্য কাজ করতে পারবো না তাই তাদের এই বিক্ষেভে আসা।
আর আজ আসলে পরবর্তীতে আমাদের তাদের বিড়ি ফ্যাক্টরীতে কাজে নিবে বলে হুমকী দিয়েছেন। সরকার যদি আমাদের মতো বিড়ি শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের বিড়ি তৈরীর কাজে যেতে হবে না। তা ছাড়া ওই ফ্যাক্টরীতে কাজ করে আমার মতো অনেক শ্রমিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি।
এ ব্যাপারে আকিজ বিড়ি কোম্পানীর সাপ্টিবাড়ী অফিসের সহকারী ইনচার্জ জসিম উদ্দিন নিজেকে শ্রমিক দাবী করেন বিক্ষোভ মিছিল করেন বলে জানান। তবে তিনি কোম্পানীর প্রতিনিধি হয়ে মিছিলে অংশ নিতে পারেন কি না জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ