লালমনিরহাটে পুলিশের বাঁধায় বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি পন্ড

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট থেকে.

লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ বিক্ষোভ কর্মসুচি পুলিশের বাঁধায় পন্ড হয়েছে। রবিবার বিকেল ৫টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে মিছিলটি। পরে কার্যালয়ের সামনেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা বিএনপি’র সভাপতি একেএম মমিনুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলা বিএনপি কার্যালয় থেকে বের করার প্রস্তুতি নেয়। এসময় পুলিশ বাঁধা দিলে পরে কার্যালয়ের মূল ফটোকে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সর উপজেলা বিএনপি’র সভাপতি একেএম মমিনুল হক, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান জিএস বাবু, জেলা ছাত্রদলের সভাপতি মহি উদ্দিন আহমেদ লিমন, সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ