লালমনিরহাটে প্রচারণামূলক অনুষ্ঠান ‘ডিজিটাল বাংলাদেশ’ অনুষ্ঠিত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট থেকে.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং টেন –এর অংশ হিসেবে লালমনিরহাটে রংপুর বেতারের আয়োজনে বহিরাঙ্গন প্রচারণামূলক অনুষ্ঠান ‘ডিজিটাল বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় জেলার কালীগঞ্জ উপজেলার উত্তরণ কলেজ মাঠে এ প্রচারণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ-এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান।
প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ব্রান্ডিং টেন বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের সাথে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলছে। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌছে দেয়া হবে বলেও জানান তিনি।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে টেলিভিশন ও বেতার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ